“ইসিএ ক্যারিয়ার এক্সপো ২.০ : প্রতিভা প্রকাশের একটি প্রজ্বলিত পথ”

শেয়ার বিজ ডেস্ক: ইকোনোমিক্স ক্যারিয়ার এলাইন্স (ইসিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একটি অগ্রগামী ক্যারিয়ার ক্লাব, “ইসিএ ক্যারিয়ার এক্সপো ২.০” আয়োজন করতে যাচ্ছে । তিন দিনের এই ইভেন্ট চলবে ১ – ৩ আগস্ট ।

ইকোনমিক্স ক্যারিয়ার এলাইন্স (ইসিএ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মধ্যে একটি ছাত্র সংগঠন যা দক্ষতা উন্নয়ন এবং চাকরির বাজারে প্রয়োজনীয় গুণাবলীকে শক্তিশালী করার উপর জোরারোপ করে। এই উদ্দেশ্য অর্জনের জন্য, ইসিএ বিভিন্ন ধরনের সেমিনার, কেইস কম্পিটিশন, রিক্রুটমেন্ট ইভেন্ট, ইন্টারেক্টিভ কুইজ এবং পাবলিক স্পিকিং কম্পিটিশন এর মত বিভিন্ন আয়োজন বছরব্যাপী করে থাকে।

ইসিএ আয়োজিত এই ইভেন্টে ইন্ডাস্ট্রি লিংকেজ সেশন এবং অন্যান্য উদ্ভাবনী প্রোগ্রামের মতো গুরুত্বপূর্ণ সেগমেন্ট অন্তর্ভুক্ত থাকবে। তিন দিনের মধ্যে, শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টর এর মানুষদের সাথে যোগাযোগ করার এবং বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিদের সাথে ফলপ্রসূ কথোপকথনে জড়িত হওয়ার, চাকরিবাজার সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা জানার সুযোগ পাবে।

ইতিমধ্যে এই ইভেন্টের অন্যতম আকর্ষণ “কলোসিয়াম অফ ইকোনোমিক্স” শিরোণামের কেস কম্পিটিশনটি শুরু হয়েছে এবং দেশ-বিদেশের ১৭০ টির বেশি দল সাগ্রহে অংশগ্রহণ করছে। পাশাপাশি ইন্ড্রাস্টি লিংকেজ সেশন বিভিন্ন কর্পোরেট সেক্টর, উন্নয়ন ও গবেষণা সংস্থার বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে। অনুষ্ঠানটির প্রথমদিন দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়াম ও বিভাগীয় ভবনে এবং তৃতীয় দিন টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকবেন বিকাশ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও কামাল কাদীর, বাংলাদেশ অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সেক্রেটারি শরিফা খান এবং কাজী ফুডস এর সিইও তানভীর হায়দার চৌধুরীর মতো আরো অনেকেই।

ইসিএ ক্যারিয়ার এক্সপোর মূল উদ্দেশ্য হলো পেশাদার এবং শিক্ষার্থীদের একই প্লাটফর্মে নিয়ে এসে একটি সহায়ক ইকোসিস্টেম তৈরি করা। বিভিন্ন ওয়ার্কশপ, ইন্ডাস্ট্রি লিংকেজ সেগমেন্ট ওবং সাকসেস স্টোরিস এর মতো সেগমেন্টের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী এবং ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি হবে।

এভহাড়াও দুটি ওয়ার্কশপের প্রথমটি পরিচালনা করবে অঙ্কুর এবং দ্বিতীয় ওয়ার্কশপে স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন মির্জা সালমান হোসেইন বেগ যিনি একাধারে ১০মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা এবং সিওও, টেলিনর থাইল্যান্ডের এক্স ভাইস প্রেসিডেন্ট, গুগল বিজনেস গ্রুপ ঢাকার সহপ্রতিষ্ঠাতা, গ্রামীণফোনের এক্স ডেপুটি ডিরেক্টর।

দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাওয়া এ অনুষ্ঠানে কেইস কম্পিটিশন, কুইজ, ফটোগ্রাফি ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্রতিযোগিতার জন্য মোট ১,১২০০০ টাকার প্রাইজপুল ঘোষণা করেছে ইসিএ। পাশাপাশি থাকছে ২ দিন ব্যাপী জব ফেয়ার যেখানে থাকছে শিক্ষার্থীদের চাকরিবাজারে সরাসরি সংযুক্তির সুযোগ।

৩ আগষ্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান এবং সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমিন।

টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে লঙ্কা বাংলা এবং স্ট্রাটেজিক পার্টনার গ্রামীণফোন। গোল্ড এবং সিলভার পার্টনার হিসাবে আছে লুমিনারিস রিসার্চ ইনস্টিটিউট এবং অঙ্কুর, ক্যারিয়ার লার্নিং পার্টনার টেন মিনিটস স্কুল এবং কমিউনিকেশন পার্টনার ডোজো অ্যাপস। সর্বোপরি ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি সকলের জন্যই থাকছে উন্মুক্ত।