ইসির ওপর আন্তর্জাতিক চাপ নেই : সিইসি

প্রতিনিধি, পটুয়াখালী : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নির্বাচন কমিশনের ওপর নেই। জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নেই। তবে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সকল দলকে অংশ গ্রহণ করতে আহ্বান করছি।

অনুষ্ঠানে বিএনপিসহ সব দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আশা করি বিরোধী দল (বিএনপি) আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এতে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে।’

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম‍্যান খান মো. আবুবকর সিদ্দিক প্রমুখ।

এ সময় নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তা, মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগনেতা, বীরমুক্তিযোদ্ধারাসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।