সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গত শনিবার সামার ২০১৯-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে অধ্যাপক ড. ফারজানা ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। বিজ্ঞপ্তি