Print Date & Time : 2 September 2025 Tuesday 1:41 am

ইস্টার্ন ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের থার্ড সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ইস্টার্ন ব্যাংক ৫০০ কোটি টাকার থার্ড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। ব্যাংকটি টায়ার-২ মূলধন শর্ত পূরণে বন্ড ইস্যু করবে। বন্ডটি ৬-৭ শতাংশ হারে মুনাফা দেবে। নন-কনভার্টেবল, আনসিকিউরড ফ্লোটিং রেট, ফুলি রিডামবল সাব-অর্ডিনেটেড বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংক খাতের কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৭৩ কোটি ১০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯০ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট ১০৭ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৫২৫টি শেয়ার রয়েছে। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৪৮ দশমিক ৫১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী শূন্য দশমিক ২০ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে বাকি ২০ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩ পয়সা।