ইস্টার্ন লুব্রিকেন্টসের নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকারের সাবেক সচিব এ এইচ এম নূরুল ইসলাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নূরুল ইসলাম গত ১৮ জুন ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন শুরু করেছেন।

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের একটি গুরুত্বপূর্ণ কোম্পানি হিসেবে ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসায়িক কার্যক্রম ও শেয়ারবাজারে অবস্থান উভয়ই গুরুত্বপূর্ণ।

নতুন চেয়ারম্যান হিসেবে এ এইচ এম নূরুল ইসলামের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির পরিচালনায় নতুন গতি ও দিকনির্দেশনা নিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।