ইয়েমেনে প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু কলেরায় আক্রান্ত

শেয়ার বিজ ডেস্ক: ইয়েমেনে কলেরার মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ইয়েমেনে প্রতি ৩৫ সেকেন্ডে একজন শিশু কলেরায় আক্রান্ত হচ্ছে। বুধবার দেশটিতে নিয়োজিত সেভ দ্য সিলড্রেন এ- সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে। খবর গার্ডিয়ান।

দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য সিলড্রেনের ইয়েমেন শাখার প্রধান গ্রান্ট প্রিচার্ড বলেন, কলেরায় প্রাদুর্ভাব এত যে বেড়েছে ‘এক কথায় ধস বলা হয়। এটাকে সামগ্রিক অর্থে মহামারি বলা যেতে পারে’।  তিনি বলেন, গত দুসপ্তাহে কলেরার প্রাদুর্ভাব তিনগুণ বেড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ১৫ বছরের নিচের শিশুরা। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৪০ শতাংশ বেড়েছে। গত ১৩ জুন পর্যন্ত এক লাখ ২৯ হাজার শিশু আক্রান্ত হয়েছে এর মধ্যে ৯৪২ জন মারা গেছে।