ই-কমার্সে ভ্যাট কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্সের ওপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তবে পণ্য মূল্যের পরিবর্তে ভ্যালু অ্যাডেড সেবার ওপর পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। গতকাল রোববার পাস হওয়া অর্থবিল পর্যালোচনা শেষে এমন তথ্য জানিয়েছে ই-কমার্সভিত্তিক ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-কমার্স খাতে ভ্যাট আরোপে নতুন পদ্ধতি গ্রহণ করেছে সরকার। ই-ক্যাবের দাবি অনুযায়ী, খাতটিকে সম্পূর্ণ ভ্যাটমুক্ত রাখা না হলেও পণ্য মূল্যের পরিবর্তে ভ্যালু অ্যাডেড সেবার ওপর পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
ভ্যাট আরোপ প্রক্রিয়ার উদাহরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে অনলাইনের মাধ্যমে যদি ১০০ টাকার একটি পণ্য কেনা হয় এবং ই-কমার্স কোম্পানির প্রান্তিক ভোক্তার কাছে ভ্যালু অ্যাডেড সার্ভিস বাবদ যদি পাঁচ টাকার মূল্য সংযোজিত হয়, তবে ই-কমার্স ব্যবসায়ীদের ওই ভ্যালু অ্যাডেড মূল্যের ওপর ভ্যাট সংগ্রহ করবে পাঁচ শতাংশ বা শূন্য দশমিক ২৫ টাকা।
প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতে পণ্যের দামের ওপর সাত দশমিক পাঁচ শতাংশ ভ্যাট প্রস্তাব করা হয়। সে ক্ষেত্রে অনলাইনে পণ্য বিক্রি করতে গেলে শতকরা সাত দশমিক পাঁচ টাকা ভ্যাট দিতে হতো। প্রস্তাবনার পর থেকেই ই-ক্যাব এটি প্রত্যাহারের জোরালো দাবি জানিয়ে আসছিল।