Print Date & Time : 5 July 2025 Saturday 1:55 pm

ই-টিডিএস সিস্টেম ব্যবহার করে উৎসে কর জমা দিল ঢাকা স্টক এক্সচেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশিত ইলেট্রনিক ট্যাক্স ডিডাকশন (ই-টিডিএস) এর সুবিধা গ্রহণ করছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে অটোমেটেডে চালান ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর্তিত কর দ্রুততম সময়ের মধ্যে জমা প্রদান কার্যক্রম শুরু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড কর অঞ্চল-১৩, ঢাকার একটি করদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর অধীনে বিভিন্ন ধারায় জানুয়ারি মাসে ৩৩ কোটি ১৩ লাখ টাকা উৎসে আয়কর কর্তন করেছে। আর এই উৎসে কর এনবিআর উদ্ভাবিত ডিজিটাল প্ল্যাটফর্ম ই-টিডিএস সিস্টেম ব্যবহার করে সরকারি কোষাগারে জমা প্রদান করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) কর অঞ্চল-১৩, ঢাকার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কর অঞ্চল-১৩, ঢাকা এর কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল, মো. আব্দুস সবুর খান, যুগ্ম কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, উপ কর কমিশনার চাঁদ সুলতানা চৌধুরানী, শুহান সাঈদ, আরিফুল হক, মো. মনিরুজ্জামান, উৎপল কুমার দাশ, মো. ওমর ফারুক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চিফ অপারেশনস অফিসার মো. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, সিনিয়র ম্যানেজার মো. খালেদুজ্জামান উপস্থিত ছিলেন।

ই-টিডিএস সিস্টেম এর মাধ্যমে উৎসে কর্তিত কর জমা প্রদানের জন্য কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডকে ধন্যবাদ জানান। উৎসে কর কর্তনের ডিজিটাল প্ল্যাটফর্ম ই-টিডিএস সিস্টেম ব্যবহারে কর অঞ্চলগুলোকে নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মুজিববর্ষ উপলক্ষে উদ্ভাবিত স্বয়ংক্রিয় সিস্টেমটি উৎসে কর কর্তনে আয়কর বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নসহ আর্থিক শৃঙ্খলা জোরদারকরণে সহায়ক ভূমিকা পালন করবে। এ সিস্টেমে একজন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ লগইন করে তার যাবতীয় কার্যক্রম সম্পন্ন ও এ-চালান সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিক কর পরিশোধ করতে পারবেন। এ সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা অতি দ্রুত সময়ের মধ্যে উৎসে কর কর্তন সনদ প্রদান, মাসিক রিপোর্ট, স্বয়ংক্রিয় চালানসহ উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা প্রদান করতে পারবেন।

উৎসে কর কর্তনের ডিজিটাল প্ল্যাটফর্ম ই-টিডিএস সিস্টেম ব্যবহারের মাধ্যমে উৎসে আয়কর জমা দেয়ার অনুভূতি প্রকাশ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের চিফ অপারেশনস অফিসার মো. সাইফুর রহমান মজুমদার বলেন, ই-টিডিএস সিস্টেম করদাতাবান্ধব, সময়োপযোগী এবং রূপকল্প-২০৪১ পূরণে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার। করদাতাদেরকে ই-টিডিএস সিস্টেমের মাধ্যমে উৎসে কর্তনকৃত আয়কর জমাদানে উৎসাহিত করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী।