মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘ই-পেমেন্ট অব ভ্যাট, ট্যাক্স অ্যান্ড আদার চার্জেস’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট ডেস্কের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান কোর্সটি উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মো. শাহীনুজ্জামান এবং জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী প্রোগ্রামার মো. গোলাম সরোয়ার প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক। বিজ্ঞপ্তি
