Print Date & Time : 2 August 2025 Saturday 10:51 am

ই-সেমিনার বিষয়ে আইআইএ’র অনলাইনে সভা

করোনাভাইরাস (কোভিড-১৯)-এর বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস বাংলাদেশ (আইআইএ বাংলাদেশ) সার্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে অডিট প্রফেশনাল ইনস্টিটিউটের কার্যক্রম পরিচালনার জন্য কিছু সাহসী পদক্ষেপ গ্রহন করছে। ইতিমধ্যে গত ১৭ মে বাসায় থেকে সার্টিফাইড ইন্টারনাল অডিটর (সিআইএ) পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে একটি অনলাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৩ মে, শনিবার বিকাল ৪ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ই-সেমিনার বিষয়ক একটি অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এতে বিনামূল্যে আইআইএ প্রফেশনালগণ অংশগ্রহণ করতে পারবেন। এ সভায় বর্তমান পরিস্থিতিতে বিশ্বের ইন্টারনাল অডিট প্রফেশনের উন্নয়ন কার্যক্রম ও বাংলাদেশের অবস্থান বিষয়েও আলোচনা হবে। উক্ত অনলাইন সভায় আইআইএ প্রফেশনালগণ ও অন্যান্য প্রফেশনালগণ অংশগ্রহণ করতে চাইলে নিম্নের রেজিস্ট্রেশন লিংক অনুসরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFJPMsgSYfczq2wLW2ZLl4Ptdzlfi2pBzpOx8Z5i1bGyhxpQ/viewform

বিজ্ঞপ্তি