Print Date & Time : 8 September 2025 Monday 1:33 pm

ঈদের ছুটি শেষে অফিস খুলল

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের  তিন দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার অফিস খুলেছে।  খুলেছে অফিস আদালত, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার।  গতকাল সোমবার ঈদের ছুটি শেষ হয়।

গত রবিবার (১০ জুলাই) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষ্যে শনি, রবি ও সোমবার ছিল সরকারি সাধারণ ছুটি।

ঈদের আগের দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস।

সেহিসাবে টানা চারদিন ঈদের ছুটি শেষে অফিস পাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা।

আজ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে। তবে কর্মক্ষেত্রে ঈদের আমেজ বিরাজ করছে।