ঈদের মাসে রেমিট্যান্সে জোয়ার, রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: ঈদের মাসে প্রবাসী আয়ে গতি ফিরছে৷ চলতি মাসের প্রথম ২৫ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২০২ কোটি ডলার বা ২ দশমিক ০২ বিলিয়ন সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। যা গত বছরের পুরো জুন মাসের চেয়ে বেশি। এছাড়া চলতি বছরের এপ্রিল ও মে মাসের তুলনায়ও এর পরিমাণ অনেক বেশি। রেমিট্যান্সে চাঙ্গাভাবের মধ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলারও সোমবার রিজার্ভে যোগ হয়েছে। সব মিলিয়ে গতকাল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মাঝে যা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি জুন মাসের ২৫ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২০২ কোটি ডলার পাঠিয়েছে। যা গত বছরের জুন মাসের চেয়ে ১০ দশমিক ৩৮ শতাংশ বেশি। গত বছরের জুন মাসে প্রবাসীরা ১৮৩ কোটি ডলার পাঠিয়েছে।

বিভিন্ন ঈদ ও উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি পরিমাণ অর্থ পাঠায় পরিবারের জন্য। তবে গত রোজার ঈদে উল্টো চিত্র দেখা যায় প্রবাসী আয়ে। গত ঈদুল ফিতরের আগে এপ্রিল মাসে মাত্র ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ১৬৯ কোটি ডলার। অথচ আগের বছরের এপ্রিলে যেখানে ২০২ কোটি এবং মে মাসে ১৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

জানা যায়, সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত ২ হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স বেড়েছে ৪০ কোটি ডলার বা ১দশমকি ৯০ শতাংশ।

রেমিট্যান্স বাড়াতে রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল দিনশেষে রিজার্ভ বেড়ে ৩১.১৫ বিলিয়ন ডলারে ঠেকেছে। যা গত ২৫ মে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছিলো। ওইদিন রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে।

রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গত বছর ১৬ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে প্রবাসীদের উদ্দেশে জানায়, বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রেরণ করুন, প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন। হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে রেমিট্যান্স না পাঠানোর জন্য এভাবে আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে ডলারের দর বাড়াচ্ছে ব্যাংকগুলো। বর্তমানে রেমিট্যান্সে ডলারের দর ১০৮ টাকা ৫০ পয়সা দেওয়া হচ্ছে।