ঈদে নৌযানেও মোটরসাইকেল নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগের পাঁচ দিন ও পরের পাঁচ দিন নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে সরকার। গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে রাখতে বেশ কঠোর সরকার। ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখতে হবে বলে আগেই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এছাড়া সম্প্রতি চালু হওয়া পদ্মা সেতু দিয়েও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়ক দুর্ঘটনা রোধেই মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এদিকে পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে মানববন্ধন করেছেন বাইকাররা।

বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত করা এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক বাইকার উপস্থিত ছিলেন। এছাড়া সেতুর মাওয়া প্রান্তে একই দাবিতে পাঁচ শতাধিক বাইকার মানববন্ধন করেন।

এ সময় বাইকার রতন, শওকত, আরমান, সুমন, আব্দুর রহমান ও দাউদ মো. তুহিন বলেন, আইন মেনে ড্রাইভিং লাইসেন্স ও সুরক্ষা সামগ্রী নিয়ে বাইক চালাই। কেউ আইন না মেনে দুর্ঘটনার কবলে পড়লে এর দায় কেন সব বাইকাররা নেবে? দুর্ঘটনা তো সব যানবাহনেই হয়। যারা দুর্ঘটনা ঘটায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আপনারা ট্রাফিক ব্যবস্থা জোরদার করুন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।