Print Date & Time : 6 July 2025 Sunday 11:33 am

ঈদে ১০ দিন বেনাপোলের আমদানি-রপ্তানি বন্ধ

শেয়ার বিজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আজ বুধবার (৪ জুন) সকালে বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার জানান, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন সরকারি ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।

মামুন কবীর তরফদার আরও জানান, ঈদের ছুটির মধ্যে যেন কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক আনু জানান, ঈদ উপলক্ষে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। আমদানিকারকরাও ছুটিতে থাকায় এই সময় পণ্য খালাস নেওয়ারও কোনো কার্যক্রম থাকবে।

আমিনুল হক আনু আরও জানান, দীর্ঘ ছুটির কারণে সীমান্তে ট্রাকজট সৃষ্টি হতে পারে, যা শিল্প কারখানায় কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটিয়ে উৎপাদন ব্যাহত করতে পারে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, যদিও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, তবে পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবেই যাতায়াত করতে পারবেন। প্রতি বছর ঈদের সময় যাত্রীদের ভিড় থাকলেও এবার সেই চাপ নেই।

প্রসঙ্গত, ঈদের ছুটি শেষে আগামী রোববার (১৫ জুন) সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর