Print Date & Time : 22 July 2025 Tuesday 4:33 am

ঈশ্বরদীতে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) অঞ্চলে আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নততর গ্রাহকসেবা প্রদানের প্রত্যয়ে গতকাল রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭১তম ইপিজেড শাখার উদ্বোধন করা হয়। ব্যাংকের পরিচালক ড. মো. হাসিবুর রশিদ এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আতাউর রহমান প্রধান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম মো. জাহাঙ্গীর, জিএম মো. শওকত আলী খান, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

পদ্মা ব্যাংকের পর্ষদ সভা

সম্প্রতি পদ্মা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শামস-উল-ইসলাম, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক ও পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ আলী জারিয়াব। বিজ্ঞপ্তি