প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় নতুন করে ২৪ ঘণ্টায় ৬৩ জন কভিডে আক্রান্ত হয়েছেন। ২২ জুন (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ২৩ জুন (বুধবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে ৬৩ জন কভিডে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান কভিড আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবে পরীক্ষায় ১৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার মাধ্যমে আরও ৪৮ জনের কভিড পজিটিভ রিপোর্ট এসেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, কভিডে আক্রান্ত ব্যক্তিরা ঈশ্বরদীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তারা নিজ বাড়িতে চিকিৎসাধীন।
এদিকে সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।