Print Date & Time : 11 September 2025 Thursday 5:24 am

ঈশ্বরদী ইপিজেডে ১ কোটি ৫৬ লাখ ডলার বিনিয়োগ

চীন-বাংলাদেশ যৌথ মালিকানাধীন কোম্পানি মেসার্স জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ঈশ্বরদী ইপিজেড) ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক অ্যাকসেসরিজ সামগ্রী প্রস্তুত কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেডের মধ্যে গতকাল বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য আলী রেজা মজিদ ও জিংকিউ গ্লোবাল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

চট্টগ্রামের ভূজপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৯তম শাখা গতকাল উদ্বোধন করা হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেকিউএম হাবিবুল্লাহ, এসইভিপি মো. মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভূজপুর শাখাপ্রধান মোহাম্মদ তানবির হাসান। বিজ্ঞপ্তি