Print Date & Time : 29 August 2025 Friday 8:04 pm

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

ক্রীড়া ডেস্ক : বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-এর মধ্যকার পারফরম্যান্সের ভিত্তিতে এই দল ঘোষণা করা হয়। এই ওয়ানডে দলে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বছরজুড়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ১৫টি ওয়ানডেতে করেছেন ৩৩০ রান, গড় প্রায় ৬৬। আর বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।

একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজ থাকলেও ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একাধিক খেলোয়াড় রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের রয়েছে একজন করে খেলোয়াড়। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

উইজডেনের বর্ষসেরা একাদশ :

ট্রেভিস হেড, ইমাম উল হক, বাবর আজম, শ্রেয়াস আইয়ার, রুসি ফন ডার ডুসেন, টম লাথাম, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট।