Print Date & Time : 11 September 2025 Thursday 7:18 pm

উইটসা অ্যাওয়ার্ড পেল সিনেসিস আইটি

করোনা মহামারিকালে স্বাস্থ্য বাতায়ন থেকে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষকে সেবা দেয়া হয়। স্বাস্থ্য বাতায়নের এসব অবদান ও বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেয়ায় ‘ইনোভেটিভ ই-হেলথ সলিউশন অ্যাওয়ার্ড প্রাইভেট সেক্টর’ ক্যাটেগরিতে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০২১’ পেয়েছে আইসিটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। গত শনিবার উইটসা মহাসচিব ড. জেমস এইচ পয়জান্টেরের পক্ষ থেকে বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান শহীদ-উল-মুনীরের কাছ থেকে উইটসা অ্যাওয়ার্ড গ্রহণ করেন সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেসিস আইটির পরিচালক আব্দুর রশিদ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী আব্দুল্লাহ আল মামুন। বিজ্ঞপ্তি