Print Date & Time : 13 August 2025 Wednesday 8:58 am

উইম্বলডন থেকে নাদালের বিদায়

ক্রীড়া ডেস্ক: সাত বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তির যথেষ্ট সুযোগ ছিল তার সামনে। কিন্তু উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠেই স্বপ্নভঙ্গ। আশাভঙ্গ। লুক্সেমবার্গের জাইলস মুলার কাছে দারুণ এক লড়াইয়ে হেরে বিদায় নিলেন রাফায়েল নাদাল।

মুলারের সঙ্গে পাঁচ ঘণ্টার লড়াই হয়েছে নাদালের। কিন্তু শেষ পর্যন্ত এ স্প্যানিশ তারকাকে হারতে হয়েছে ৩-৬, ৪-৬, ৬-৩, ৬-৪ ও ১৩-১৫-এ।

চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে কোনো ম্যাচ হারেননি নাদাল। কিন্তু পরশু মুলারের বিপক্ষে শুরু থেকেই তিনি ছিলেন অনেকটা নিষ্প্রভ। প্রথমেই পিছিয়ে যান দুই সেটে। পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে পরের দুই সেটে জয় পেয়ে ম্যাচে ফিরলেও পঞ্চম সেটটা আর জিততে পারেননি।

এর আগে ২০০৫ সালের উইম্বলডনেও নাদালকে হারিয়ে দিয়েছিলেন মুলার। ম্যাচ শেষে নাদাল বলেন, ‘আমি সুযোগ হারিয়েছি। মুলার কিন্তু এ ম্যাচে অনেক ভুল করেছে। আমি সে সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’