Print Date & Time : 3 September 2025 Wednesday 12:13 pm

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে খুন

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাফর আলম নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত ওই যুবক ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাফর আলম সহ কয়েকজন ক্যাম্পের নিরাপত্তার কাজে স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত ছিলেন। দিবাগত রাত ৩টায় কয়েকজন সন্ত্রাসীকে দেখে পরিচয় জানতে চাইলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি খুপিয়ে খুন করে। এসময় আরো স্বেচ্ছাসেবী আহত হন।

১৮ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র ফারুক আহমেদ জানান, ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে আহতদের একজনের অবস্থা গুরুত্বর।