উগান্ডার কফি রফতানি বেড়েছে ৫৯ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় উগান্ডা থেকে কফি রফতানি বেড়েছে ৫৯ শতাংশ। অনুকূল আবহাওয়ায় এ বছর দেশটিতে উৎপাদন ভালো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

উগান্ডা আফ্রিকার বৃহত্তম কফি রফতানিকারক দেশ। দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস কফি। রোবাস্তা কফি চাষে দেশটি নেতৃত্বের পর্যায়ে রয়েছে। এছাড়া অ্যারাবিকা কফি উৎপানও হয় দেশটিতে।

উগান্ডা কফি ডেভেলপমেন্ট অথরিটির (ইউসিডিএ) তথ্যমতে, গত মাসে উগান্ডা থেকে চার লাখ ২৭ হাজার ২০৪ ব্যাগ (এক ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে। আর জুনে রফতানি হয়েছিল দুই লাখ ৬৮ হাজার ৪৯০ ব্যাগ। অর্থাৎ রফতানি বেড়েছে প্রায় ৫৯ শতাংশ।

ইউসিডিএ এক বিবৃতিতে জানিয়েছে, উচ্চ ফলনের কারণে গত মাসে অ্যারাবিকা কফি রফতানি ব্যাপক বেড়েছে। অন্যদিকে রোবাস্তার লাগানো নতুন গাছ পরিপক্ব হওয়ায় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

চলতি আগস্টেও তিন লাখ ৮০ হাজার ব্যাগ কফি রফতানি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ৩০ শতাংশ বেশি।

বিশ্বের শীর্ষ ১০ কফি উৎপাদনকারী দেশের একটি উগান্ডা। চলতি বছর দেশটি পণ্যটি উৎপাদনে মেক্সিকোকে ছাড়াতে পারে। দেশটিতে চলতি বছর গড়ে কেজিপ্রতি কফি উৎপাদনে দুই ডলার করে খরচ হতে পারে। আর প্রতি ব্যাগ কফি ১২০ ডলারে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে চলতি বছর উগান্ডার কফি বিক্রি বাবদ আয় ৪৪ কোটি ৪০ লাখ ডলার থেকে বেড়ে দাঁড়াতে পারে ৫৭ কোটি ৬০ লাখ ডলারে।

আর এটি উগান্ডার কফি উৎপাদকদের জন্য বড় খবর। দেশটিতে প্রায় পাঁচ লাখ কফিচাষির প্রত্যেকে দুই দশমিক চার একর জমিতে পণ্যটির চাষ করেন।

উগান্ডার প্রায় ১৭ লাখ মানুষ খাতটির ওপর নির্ভরশীল। আর কফি রফতানি থেকে দেশটি ২০ শতাংশ আয় করে।