Print Date & Time : 30 August 2025 Saturday 2:13 pm

উজবেকিস্তানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠেয় উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটে যোগ দিতে আজ সকালে উজবেকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে উজবেকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

উল্লেখ্য, সফরকালে উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিটের এড্রেসিং দ্য রিস্কস অব দ্য পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়েলিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ডসহ বিভিন্ন সেশনে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে। সামিটে অংশগ্রহণ শেষে স্পিকার ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।