Print Date & Time : 4 September 2025 Thursday 12:24 pm

উত্তরখানে নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিলো রাজউক

শেয়ার বিজ ডেস্ক: অনুমতি না নেয়ায় হুইল এক্সাভেটর দিয়ে নির্মাণাধীন বিশাল ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অাজ রোববার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া আরও বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক।

জানা গেছে, ভবনটি ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করা হচ্ছিল। তবে রাজউকের অনমুতি নেয়া হয়নি। ফলে ভবনটি ভেঙে দেয়া হয়।

ভবন মালিকরাও অকপটে শিকার করলেন অনুমতি ছাড়াই ভবন নির্মাণের কথা। তারা দাবি, স্থান সংকুলান হওয়ায় পরিকল্পনা চেয়েও রাজউকের অনুমতি পাননি।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেয়া হয়েছে তাতে কোনো কাজ হয়নি। তাই ভেঙে দেয়া হচ্ছে।

গেল সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নেই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজধানীতে তিন হাজারের বেশি অবৈধ ভবন রয়েছে, সবগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। পরিকল্পিত নগরী গড়তে কাউকেই ছাড় দেয়া হবে না।’