Print Date & Time : 3 September 2025 Wednesday 2:13 am

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃত্যু ৩

শেয়ার বিজ ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জে ট্রেকিংয়ে গিয়ে তুষার ধসে তিন যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑপশ্চিমবঙ্গের হাওড়া বাগনান এলাকার শরিৎ শেখর দাস (২৮), চন্দ্র শেখর দাস (৩০) ও সাগর দে (৩৩)। গতকাল শুক্রবার সকালে ওই তিন যুবকের মৃত্যু হয়। এর আগে বেশ কয়েকদিন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর: এনডিটিভি।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ওই তিন যুবক ট্রেকিংয়ে জন্য বাড়ি থেকে বের হন। এরপর ১৩ অক্টোবর উত্তরাখণ্ডের কুমায়ন রেঞ্জে ট্রেকিংয়ে জন্য যাত্রা শুরু করেন তারা। ওইদিনই কুমায়ুন রেঞ্জে তুষার ধস হয়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সর্বশেষ গতকাল ওই তিন যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেন উদ্ধারকারীরা।