উত্তরায় ক্যানসার যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ক্লাব মিলনায়তনে সম্প্রতি ক্যানসার যোদ্ধাদের নিয়ে এক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহছানিয়া ক্যানসার ও জেনারেল হসপিটালের ক্যানসার বিশেষজ্ঞ ডা. ভাস্কর চক্রবর্তীর চিকিৎসায় সুস্থ হওয়া প্রায় ৫০ জন রোগীকে এ সংবর্ধনা দেয়া হয়। রশীদ-উন-নবীর সঞ্চালনায় ও ডা. ভাস্কর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সš§ানিত অতিথি ছিলেন ইউসিবিপিএলসি ও প্রাইম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া, এক্সিম ব্যাংক ও যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লকিয়ত উল্লাহ, আহছানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতালের পরিচালক মো. ইফতেখারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি