Print Date & Time : 8 July 2025 Tuesday 12:20 am

উত্তরায় বিস্ফোরণ: দগ্ধ আটজনের সবাই মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে ৮ জনের কেউই আর বেঁচে নেই। শুক্রবার দিবাগত রাতে সর্বশেষ মারা যান মো. শাহিন মিয়া (২৫)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শাহিন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।

গত ৬ আগস্ট ওই গ্যারেজে বিস্ফোরণ হয়। এতে মালিকসহ ৮ জন দগ্ধ হন। সেদিনই তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওই গ্যারেজে দগ্ধ ৮ জন হলেন- গ্যারেজ মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), মো. মিজান (৩৫), মো. ন‚র হোসেন (৬০), মো. মাসুম মিয়া (৩৫), মো. আল-আমিন (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. শাহিন (২৬) ও মো. আলম (২৩)।

তাদের মাঝে মো. আলম মারা যান শনিবার ( ৬ আগস্ট) রাত ১০টার দিকে। এরপর সে রাতেই ২টার দিকে মারা যান গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম।

এরপর মো. মাসুম আলী মারা যান সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এরপর একে একে বাকি সবাই চলে গেলেন।

ঘটনার দিন দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উত্তরা কামারপাড়া এলাকায় রিকশা গ্যারেজের পাশাপাশি ভাঙারির ব্যবসা রয়েছে। ওই ভাঙারির দোকানে সেন্টের বোতলসহ অন্যান্য বোতল খোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যারেজে থাকা আটজন গুরুতর আহত হন।