Print Date & Time : 28 August 2025 Thursday 12:31 am

উত্তরা-গাজীপুর সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

নিজস্ব প্রতিবেদক : জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা এ কথা জানানো হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে বলা হয়, ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুর মুখে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

জানা গেছে, ভোর থেকেই সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। সড়কে ভয়াবহ যানজট। টঙ্গীর পর থেকেই গাড়ির গতি খুবই ধীর। যার প্রভাব পড়েছে রাজধানীতে। যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।