উত্তর কোরিয়ায় ট্রাম্প!

শেয়ার বিজ ডেস্ক: দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। দুই কোরিয়ার সীমান্তে নিরস্ত্রীকরণ অঞ্চলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করলেন ট্রাম্প। খবর : বিবিসি।
দক্ষিণ কোরিয়া সফররত প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে পৌঁছানোর আগে টুইটার মারফত উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক জোনে ক্ষণিকের জন্য হলেও দেখা করার প্রস্তাব করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার অভ্যন্তরে যেতে পারাটা তার জন্য অত্যন্ত সুখকর হতে পারে। সেই কথার ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছেন তিনি।
বিদেশ সফরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বিক্ষোভের মুখোমুখি হয়ে থাকেন, তবে দক্ষিণ কোরিয়া সফরে তার ব্যতিক্রমটি লক্ষণীয়। এখানে রাস্তায় রাস্তায় প্যারেড ও মার্চে বেশিরভাগ বয়স্ক মানুষ ও রক্ষণশীল সক্রিয়তাবাদীরা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পতাকা নেড়ে যুক্তরাষ্ট্রপন্থি সেøাগান দেন। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ৭০ বছরের ঐক্য-জোট কিছুটা হলেও ম্লান হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তর কোরিয়ামুখী আচরণের কারণে।
গত রোববার দুই কোরিয়ার সীমান্তে নিরস্ত্রীকরণ অঞ্চলে ট্রাম্প-কিমের সাক্ষাতের পর আলোচনায় বসেন দুই নেতা। ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্পসহ জামাতা জারেড কুশনার সে সময় উপস্থিত ছিলেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে কিম বলেন, তাদের এ সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমাদের সব আলোচনায় এ সফর ইতিবাচক প্রভাব রাখবে বলে বিশ্বাস করি।’ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া সীমান্তে পা রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি। কিমের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সঙ্গের এই মুহূর্ত উপভোগ করছি আমি।’
এদিকে এ বৈঠকে ট্রাম্প ও কিম পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু করতে একমত হয়েছেন বলে জানা গেছে। বেসামরিক এলাকার ‘ফ্রিডম হাউজে’ অনুষ্ঠিত হয় এ দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় অনির্ধারিত এই বৈঠক মাত্র এক দিনের প্রস্তুতিতে অনুষ্ঠিত হয়। সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বেসামরিক এলাকায় আসেন ট্রাম্প। এরপর কিম এসে তাকে স্বাগত জানান। এরপর ট্রাম্প কিমকে সঙ্গে করে উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেন। বৈঠকের পর নিজ দেশে ফিরে যান কিম।
প্রসঙ্গত, গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে এ বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন বলে দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম।