Print Date & Time : 3 August 2025 Sunday 9:30 am

  উত্তর প্রদেশের মাংস বিক্রেতাদের ধর্মঘট প্রত্যাহার

 

শেয়ার বিজ ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের প্রধানত মুসলিমদের দ্বারা পরিচালিত নিবন্ধনবিহীন কসাইখানা বন্ধ করা হবে না বা হামলা চালানো হবে না, রাজ্য সরকারের এমন প্রতিশ্রুতির পর দেশজুড়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন মাংস বিক্রেতারা। খবর হিন্দুস্তান টাইমস।

গতকাল শুক্রবার মুসলিম অল ইন্ডিয়া জামিয়াতুল কোরেশের সাধারণ সম্পাদক চৌধুরী আলি উমর কুরেশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আমাদের নিশ্চয়তা দিয়ে বলেছেন, রাজ্য সরকার কসাইখানার লাইসেন্স নবায়ন করবে। সরকার আমাদের যে কোনো ধরনের বিধিবহির্ভূত বা অন্যায্য উৎখাত থেকে রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছে।’

১৮ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই কট্টর হিন্দুত্ববাদী নেতা আদিত্যনাথ যত দ্রুত সম্ভব নিবন্ধনবিহীন কসাইখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।