উত্থানের এক দিন পর ফের ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেনে উত্থানের পরদিনই অর্থাৎ গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে গতকাল লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ছয় হাজার ৩০৭ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ৩৭২ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে দুই হাজার ১৪৩ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩৩ কোটি ৬০ লাখ টাকা কমেছে। এদিন ১২ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৭৬২টি শেয়ার এক লাখ ৩৩ হাজার ৩১৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ১৬৪টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৬৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩২ কোটি ৫৩ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৭ কোটি ৬২ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৯৩ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৫ কোটি ৪৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৪২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ কোটি ৯৪ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪ কোটি ৬৫ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ১৪ লাখ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৮ দশমিক ৯২ শতাংশ, নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৪৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৮৬ শতাংশ, আরামিট সিমেন্ট লিমিটেডের ৪ দশমিক ৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৬২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৬৯ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ২২ শতাংশ এবং কেয়া কসমেটিকস লিমিটেডের ৩ দশমিক ১২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৯ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১১ হাজার ১৩৯ দশমিক ৩৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ১৮ হাজার ৬৩১ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টির দর। সিএসইতে গতকাল মোট ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ গতকাল সিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৮০ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের এক কোটি ১১ লাখ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কোটি ১০ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি ৯ লাখ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯১ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৮৫ লাখ, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ৮১ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৩১ লাখ, কেয়া কসমেটিকস লিমিটেডের ২৪ লাখ এবং ইয়কিন পলিমার লিমিটেডের ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।