নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের ফের পতন দেখা গেছে। একই সঙ্গে গতকাল আগের দিনের চেয়ে লেনদেন ১৫৩ কোটি টাকা কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ছয় হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৩৭২ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে দুই হাজার ১৫২ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৫৩ কোটি টাকা কমেছে। এদিন ৮ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৫০৪টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৬৭৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ১৭৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৯ কোটি ৫৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৬ কোটি ৩১ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ১৪ কোটি ৭৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৪ কোটি ৬৬ লাখ, রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ১৪ কোটি ৫৩ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লিমিটেডের ১২ কোটি ২০ লাখ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ১১ কোটি ৯৪ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৬ দশমিক ১৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩ দশমিক ৭৮ শতাংশ, রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ২ দশমিক ৮৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২ দশমিক ৭২ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ২ দশমিক ৫৩ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ৪৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ১২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ০৭ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের ১ দশমিক ৯৪ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক দশমিক ৮১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৮ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ১১ হাজার ১৭২ দশমিক ৩১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ১৮ হাজার ৬৮৯ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৭২টির দর। সিএসইতে গতকাল মোট ১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৮ কোটি ২৫ লাখ টাকার।
এদিকে সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কোটি ৬৩ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ২ কোটি ১১ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ১ কোটি ৪ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৭৩ লাখ, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ৫৪ লাখ, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ৫৪ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।