Print Date & Time : 27 July 2025 Sunday 10:14 pm

উত্থানে দিন শুরু হলেও পতনে শেষ

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে গতকাল বুধবার লেনদেন উত্থানের মধ্য দিয়ে শুরু হলেও দিনের শেষে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দুই পয়েন্ট। একইভাবে সূচকের ঘর নেতিবাচক শরিয়াহভিত্তিক ডিএসইএস এবং বাছাইকৃত কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০। আগের কার্যদিবসে রেকর্ড পরিমাণ লেনদেন শেষে গতকাল অনেকটাই ঢিমেতালে লেনদেন হয়েছে ডিএসইতে। ৫০০ কোটি ছাড়িয়ে যাওয়া লেনদেন এসে ঠেকেছে ৩৯০ কোটি টাকায়।
সারাদিনে লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩, কমেছে ২০৯ এবং অপরিবর্তিত আছে ৪৭ কোম্পানির। ‘এ’ ক্যাটেগরিতে দাম বেড়েছে ৭১, কমেছে ১২০ এবং অপরিবর্তিত ছিল ৩০ কোম্পানির দাম। ‘বি’ ক্যাটেগরির ৭৮ কোম্পানির মধ্যে দাম কমেছে ৪৬, বেড়েছে ২৫ এবং অপরিবর্তিত ছিল সাত কোম্পানির শেয়ারের দাম।

এ-বি দুই ক্যাটেগরিতে দাম কমলেও দাম বেড়েছে বাজে শেয়ার অর্থাৎ জেড ক্যাটেগরির বেশিরভাগ কোম্পানির। এই ক্যাটেগরিতে লেনদেন হওয়া ১০০ শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৭, কমেছে ৪৩ এবং অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম বেড়েছে। দুই কোম্পানির দরপতন এবং ১০ কোম্পানির দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে ২৫ কোম্পানির। ব্লক মার্কেট লেনদেনে মোট ১৯ কোম্পানির ১৪ লাখ শেয়ার ৫ কোটি ৫০ লাখ টাকায় লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সর্বোচ্চ ২ লাখ শেয়ার ১৫ কোটি টাকায় বিক্রি করেছে। বাজার খারাপ যাচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের শেয়ার এসএমই ইনডেক্সেও। একদিনের লেনদেনে ডিএসএমইএক্স কমেছে ১২ পয়েন্ট। এ খাতে লেনদেন হওয়া ১৮ কোম্পানির মধ্যে দাম কমেছে ৮, বেড়েছে ৬ এবং অপরিবর্তিত আছে ৪ কোম্পানির শেয়ারের।

একদিনের ব্যবধানে এসএমই খাতে লেনদেন কমেছে অর্ধেকেরও বেশি। গতদিনের ৮ কোটি টাকার লেনদেন এসে ঠেকেছে ৪ কোটি টাকায়।
ডিএসইতে ৯ দশমিক ৬৯ শতাংশ দাম বেড়ে শীর্ষে ছিল তসরিফা ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে ৫ দশমিক ৮৮ শতাংশ দাম কমে তলানিতে ছিল ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ঢাকার তুলনায় বড় পতন হয়েছে চট্টগ্রামের পুঁজিবাজারে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৩৭ পয়েন্ট। লেনদেন হওয়া ২০৯ কোম্পানির মধ্যে দাম কমেছে ১১১, বেড়েছে ৬৩ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির। তবে সূচক কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে। গেল দিন চার কোটি ৪০ লাখ টাকার লেনদেন বেড়ে হয়েছে সাত কোটি ৫০ লাখ টাকা। ১০ শতাংশ দাম বেড়ে গতকাল সিএসইর শীর্ষ ছিল অ্যাপোলো ইস্পাত। অন্যদিকে নয় দশমিক ৭৮ শতাংশ দাম কমে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি ঠেকেছে তলানিতে।