প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ‘উদ্যোক্তায় যুবসমাজ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আঞ্চলিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা শহরের বেলেপুকুরের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে সংলাপে অংশগ্রহণ করেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালেহ্ আকরাম,
সিপিআরডি ঢাকা বিভাগের সিনিয়র গবেষণা সহযোগী আকিদ জাবেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী তাপস কুমার দাস, প্রয়াসের এসইপির প্রকল্প ব্যবস্থাপক জহুরুল ইসলাম ও ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।
সংলাপে ভার্চুয়ালি অংশ নেন, ইংল্যান্ডের ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মনোজ কুমার ও গবেষণা সহযোগী ড. এহসানুল কবির।
স্বাগত বক্তব্যে হাসিব হোসেন বলেন, গবেষণা কার্যক্রমের মধ্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক আঙিনায় চাঁপাইনবাবগঞ্জের অবস্থান তুলে ধরতে চাই। আশা করি আজকের সংলাপে অংশগ্রহণকারীরা এখানকার সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরবেন।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এ গবেষণা কর্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সিপিআরডি বিভাগের সিনিয়র গবেষণা সহযোগী আকিদ জাবেদ।
সংলাপে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার বলেন, এ ধরনের একটা গবেষণা কর্যক্রমে অংশ নিতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। আশা করি এ গবেষণা কর্যক্রমের মাধ্যমে এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনাগুলো উঠে আসবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির তত্ত্বাবধানে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে ‘লিভিং ডেল্টা হাব’ শিরোনামে একটি গবেষণা কার্মসূচি বাস্তবায়ন করছে। এ গবেষণায় বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের নদীমাতৃক অঞ্চলের পরিবেশগত ও সামাজিক পরিবর্তন এবং সম্ভাব্য টেকসই উন্নয়ন বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
এ গবেষণা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করছে ব্র্যাক ইউনিভার্সিটি, সিপিআরডি, দ্বীপ উন্নয়ন সংস্থা, এমএমএস, পপি, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, সুশিলন, জিসিআরএফ, ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, লিভিং ডেলটাস এবং যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটি।