নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
আজ সোমবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)। জানা গেছে, বিপিডিবি পূর্বঘোষণা অনুযায়ী তিন কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৪৩২টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। বিপিডিবির কাছে পাওয়ার গ্রীডের মোট ৩ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৪৪০টি শেয়ার ছিল।
বিপিডিবি ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঘোষণা অনুযায়ী উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
শেয়ার বিজ/এসএটি
