Print Date & Time : 19 August 2025 Tuesday 12:04 pm

উপকূলে ১২ হাজারের বেশি মোবাইল টাওয়ারের নেটওয়ার্ক ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন, যার প্রভাব পড়েছে মোবাইল ফোন সেবায়। অপারেটরদের টাওয়ারগুলোয় বিদ্যুৎ নেই। জেনারেটর দিয়ে সেবা দেয়ার চেষ্টা করা হচ্ছে, তবে তাতে নিরবচ্ছিন্ন সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এতে প্রায় ১২ হাজারের বেশি টাওয়ার থেকে নেটওয়ার্ক ব্যাহত হচ্ছে বলে অপারেটরগুলো জানিয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় রেমাল গত রোববার রাত ৮টায় দেশের উপকূলে আঘাত করে, যার প্রভাব এখনও রয়েছে। রেমাল দুর্বল হয়েছে, কিন্তু ঝোড়ো বাতাস ও বৃষ্টি সমানতালে চলছে। উপকূলীয় ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী এলাকার নাজমুল বলেন, ‘আমাদের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। সব সময় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।’

মোবাইল ফোন অপারেটর সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ৩টা পর্যন্ত উপকূলীয় ৯টি জেলার ১২ হাজারের বেশি মোবাইল টাওয়ার থেকে নেটওয়ার্ক ব্যাহত হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে এ সংখ্যা আরও বাড়তে থাকবে।

অপারেটররা জানান, বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখা হয়। কিন্তু জেনারেটর ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভর করছে মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হওয়ার বিষয়।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নেটওয়ার্ক সচল রাখতে নিয়ন্ত্রক সংস্থা ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। তাদের ইমার্জেন্সি রেসপন্স টিম ও কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিদের দ্রুত নেটওয়ার্কের আওতায় আনার জন্য তারা কাজ করছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল সকাল ১০টা পর্যন্ত দেশের ৪৫টি জেলায় আট হাজার ৪১০টি সাইট (মোবাইল টাওয়ার) অকার্যকর ছিল। আর ২১টি জেলায় বিটিসিএলের (পিএসটিএন) ৬৫টি সাইট অকার্যকর রয়েছে। এছাড়া ১৫টি জেলায় এনটিটিএনের ১৬৮টি পপ (পয়েন্ট অব প্রেজেন্সÑগ্রাহকদের ইন্টারনেট সংযোগের কেন্দ্র) বন্ধ রয়েছে।

বিটিআরসি আরও জানিয়েছে, উপকূলীয় এলাকায় গাছ ভেঙে পড়া, বিদ্যুৎ না থাকা এবং ইন্টারনেট কেব্ল ক্ষতির কারণে শতাধিক আইএসপি অপারেটরের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলের প্রায় তিন লাখ ব্রডব্যান্ড গ্রাহক ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জরুরি সেবা হিসেবে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিতে উপকূলীয় জেলাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় দ্রুত বিদ্যুৎসংযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক কাজী মুস্তাফিজুর রহমান।