ক্রীড়া ডেস্ক: ইউরোপীয় ফুটবলের দলবদল শেষ হবে আগামীকাল। কিন্তু এখনও নেইমারকে দলে টানতে পারেনি বার্সেলোনা। এজন্য নাকি ক্লাবটিই দায়ী। এমনটাই জানিয়েছে পিএসজি। আবার ফরাসি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছেন, উপযুক্ত প্রস্তাব না এলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে ছাড়া হবে না।
এর আগে ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি’তে পিএসজিতে পা রেখেছিলেন নেইমার। কিন্তু সেখানে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি তিনি। যে কারণে ফরাসি ক্লাব ছাড়ার কথা জানান নেইমার। তারপর থেকেই তাকে পেতে বেশ কয়েকটি ক্লাব হাত বাড়িয়ে দেয়। সেখানে এগিয়ে বার্সেলোনা। এরই মধ্যে একাধিকবার পিএসজি ও কাতালান ক্লাবটির মধ্যে আলোচনার খবর সংবাদমাধ্যমে এসেছে। তবে সাবেক খেলোয়াড়কে ফিরে পেতে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হাতে বেশি সময় নেই।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় লিগ ওয়ানে নতুন মৌসুমের ম্যাচে এখন পর্যন্ত নেইমারকে দলে রাখেননি কোচ টমাস টুখেল। এদিকে গত পরশু লিগ ওয়ানে জয়ের পর ২৭ বছর বয়সী এ ফুটবলারকে নিয়ে নিজেদের অবস্থান জানান লিওনার্দো, ‘গেল ২৭ আগস্ট নেইমারের জন্য প্রথম বার্সেলোনার কাছ থেকে আমরা একটি প্রস্তাব পাই। আমাদের চাওয়া পূরণ করে এমন কোনো প্রস্তাব তারা এখন পর্যন্ত দেয়নি।’
নেইমারকে ছাড়তে নিজেদের অবস্থান এরই মধ্যে পরিষ্কার করেছে পিএসজি। যদি তাতে কোনো ক্লাব রাজি হয়, তবেই ব্রাজিল ফরোয়ার্ডকে ছাড়বে ফরাসি ক্লাবটি। এ ব্যাপারে লিওনার্দো বলেন, ‘নেইমার প্রশ্নে পিএসজির অবস্থান সব সময় পরিষ্কার। যদি একটি সন্তোষজনক প্রস্তাব আসে, তাহলেই সে ক্লাব ছাড়তে পারে। কিন্তু পরিস্থিতিটা তেমন নয়। আলোচনা ভেস্তে যায়নি। কিন্তু এ মুহূর্তে কোনো সমঝোতা হয়নি; কারণ আমাদের চাওয়া পূরণ হয়নি।’
