৫০ বছরের মধ্যে সিঙ্গাপুরের প্রথম কোনো রাজনীতিবিদের সাজা
শেয়ার বিজ ডেস্ক: সিঙ্গাপুরের সাবেক পরিবহণ মন্ত্রী সুব্রামনিয়াম ঈশ্বরানকে ক্ষমতায় থাকাকালীন ন্যায়বিচারের বাধা দেয়া এবং তিন লাখ ডলারের বেশি মূল্যের উপহার নেয়ার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর: দ্য স্ট্রেইটস টাইমস।
৬২ বছর বয়সী ঈশ্বরান পাবলিক অফিসে থাকার সময় ৪ লাখ ৩ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৩ লাখ ১১ হাজার ৮৮২ ডলার) মূল্যের উপহার গ্রহণের অভিযোগ স্বীকার করেছেন। পাশাপাশি তিনি বিচার প্রক্রিয়ায় বাধা দেন। উপহারগুলোর মধ্যে ছিল ফরমুলা ১ গ্রাঁ প্রি-এর টিকেট, একটি ব্রম্পটন টি-লাইন বাইক, মদ এবং একটি প্রাইভেট জেটে ভ্রমণের সুযোগ। সিঙ্গাপুরের হাইকোর্টের বিচারক ভিনসেন্ট হুং এই মামলাটি তত্ত্বাবধান করে বলেছেন, সাবেক পরিবহণ মন্ত্রীর অপরাধগুলো ক্ষমতার অপব্যবহার করার পাশাপাশি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করেছে। তিনি আরও উল্লেখ করেন, ঈশ্বরান মনে করছিলেন যে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। বিচারক হুং বলেন, প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিতে তিনি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন এবং তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন যে তিনি নির্দোষ প্রমাণিত হবেন।
সুব্রামনিয়াম ঈশ্বরানকে ৭ অক্টোবর কারাগারে রিপোর্ট করতে হবে। সাবেক এই মন্ত্রীকে চাঙ্গি কারাগারে সাজা ভোগ করতে হবে। এই কারাগারে সাধারণত সিঙ্গাপুরের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয়। কারাগারের সেলগুলোয় ফ্যান নেই এবং বেশি রভাগ কয়েদি বিছানার পরিবর্তে খড়ের মাদুরে ঘুমান।
ঈশ্বরান সিঙ্গাপুরের প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি প্রায় ৫০ বছর পর দেশটির সর্বোচ্চ আদালত থেকে শাস্তি পেলেন। এই মামলার আগে সিঙ্গাপুরে সর্বশেষ বড় দুর্নীতির তদন্ত হয়েছিল ১৯৮৬ সালে জাতীয় উন্নয়ন মন্ত্রী তেহ চিয়াং ওয়ানের বিরুদ্ধে । তবে তিনি অভিযোগ ওঠার আগেই আত্মহত্যা করেন। ১৯৭৫ সালে সাবেক পরিবেশমন্ত্রী উই টুন বুন ৮০ হাজার ডলারের বেশি অর্থ সংশ্লিষ্ট একটি মামলায় ১৮ মাসের কারাদণ্ড পান।
সিঙ্গাপুরের আইন প্রণেতারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেতনভোগীদের মধ্যে রয়েছেন। কয়েকজন মন্ত্রী বছরে ১ মিলিয়ন সিঙ্গাপুর ডলারের বেশি অর্থ উপার্জন করেন। এই উচ্চ বেতন দুর্নীতিকে প্রতিরোধ করে বলে নেতারা তাদের উচ্চ বেতনের পক্ষে সাফাই গাইতেন।