উবারের ছয় কোটি চালক ও যাত্রীর তথ্য চুরি

 

শেয়ার বিজ ডেস্ক : গত বছর অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা উবারের পাঁচ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরি করে হ্যাকাররা। হ্যাকারদের হাতে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার ঘটনা ঠেকাতে এক লাখ ডলার অর্থ পরিশোধ করছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার উবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্স।

উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক এ তথ্য চুরির বিষয়টি জানতেন। চুরি যাওয়া তথ্যের মধ্যে ছিল পাঁচ কোটি ৭০ লাখ গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর। এর মধ্যে ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও ছিল।

উবার ক্ষতিগ্রস্তদের জন্য তাদের ওয়েবসাইটে একটি পেজ খোলার পাশাপাশি চালকদের জন্যও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে তথ্য চুরির এ ঘটনা প্রকাশিত হওয়ার পর উবারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান পদত্যাগ করেছেন।

২০১৬ সালে ঘটা হ্যাকিংয়ের ঘটনাটি সম্প্রতি জানতে পেরেছেন বলে দাবি করেন উবারের প্রধান নির্বাহী দারা খোশরোশাহি। চলতি বছরের আগস্টে উবারের সহযোগী প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকের জায়গায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

উবারের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি হ্যাকিংয়ের ঘটনাটি আরেকটি বিতর্ক সৃষ্টি করবে।

উবার কর্তৃপক্ষ বলছে, উবারের যাত্রীদের হ্যাক হওয়ার ঘটনাটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কারণ সেখানে জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি। যেসব চালকের লাইসেন্স নম্বর চুরি হয়েছে, তাদের বিনা মূল্যে পরিচয় চুরি সুরক্ষা ও ক্রেডিট পর্যবেক্ষণ করার সুবিধা দেবে উবার।

উবারের পক্ষ থেকে বলা হয়, কোড নিরাপদে সংরক্ষণ করার সেবা গিটহাবে ঢোকার সুযোগ পায় দুই হ্যাকার। তারা আরেক ক্লাউস সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য উবারের এসব তথ্য চুরি করে রেখেছিল, তা ডাউনলোড করার সুযোগ পেত। গিটহাব কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় তাদের কোনো ব্যর্থতা নেই।

খোশরোশাহি বলেন, ‘অতীতকে মুছে ফেলা যায় না। অতীত থেকে শিক্ষা নেব। আমরা ব্যবসাপদ্ধতি বদল করছি। সবকিছুতে স্বচ্ছতা থাকবে। গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জন করব।’

ঘটনা জানার পর প্রধান নিরাপত্তা কর্মকর্তা জো সুলিভান ও তার সহকারী ক্রেইগ ক্লার্ককে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় উবারের সাবেক নির্বাহী কর্মকর্তা কালানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।