উভয় বাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে; একইসঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। একইসঙ্গে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ছয় হাজার ২২১ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ১ হাজার ৩৫০ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে দুই হাজার ১০৪ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৯৭ কোটি ৪৪ লাখ টাকা কমেছে। এদিন ১১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার ৯৬১টি শেয়ার এক লাখ ০৫ হাজার ৭৩৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১৭২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু ওয়াং ফুড লিমিটেডের ১৭ কোটি ৪১ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৩৮ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৩ কোটি ৬৭ লাখ,  ইয়াকিন পলিমার লিমিটেডের ১০ কোটি ৮১ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ১০ কোটি ৩১ লাখ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৬৩ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৩৩ লাখ টাকা, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের ৮ কোটি ৫২ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৮১ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৪৪ শতাংশ, দি ঢাকা ডায়িং অ্যান্ড মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৩৩ শতাংশ, আজিজ পাইপস লিমিটেডের ৬ দশমিক ৩২ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ৫৮ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৩ দশমিক ৫২ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের ২ দশমিক ১৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।