নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতনের পর তৃতীয় কার্যদিবসে অর্থাৎ গত মঙ্গলবার সূচকের উত্থান দেখা যায়। মঙ্গলবার এক কার্যদিবস উত্থানের পর ফের বুধবারের মতো গতকালও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনের পতন দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে একই চিত্র দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৩১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৪ শতাংশ কমে ৬ হাজার ৬৯৬ দশমিক ৫২ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে এক হাজার ৪৪১ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দুই হাজার ৪৬২ দশমিক ৯৪ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৬৪টির এবং কমেছে ১৪০টির। বাকি ৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ১১ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসইতে এদিন ১৪ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ৩৬৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ১১ টাকা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৩ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৩৭ কোটি ২৩ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩১ কোটি ১৯ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ২৩ কোটি ৪০ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৪ কোটি ৭৫ লাখ, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৯ কোটি ৪১ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ কোটি ৩২ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৯ কোটি ২২ লাখ, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ৮ দশমিক ০৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে হা ওয়েল টেক্সটাইল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সুহƒদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ১০ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৬ দশমিক ০৬ শতাংশ, জাহিন স্পিনিং লিমিটেডের ৫ দশমিক ৩১ শতাংশ, একমি পেস্টিসাইডস লিমিটেডের ৪ দশমিক ৮১ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৫৩ শতাংশ, তমিজউদ্দীন টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং লিমিটেডের ৪ দশমিক ২০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৬ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ১১ হাজার ৭৪৬ দশমিক ৩৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ কমে ১৯ হাজার ৫৭২ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১৩টির এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ২০ কোটি ৯২ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৮১ লাখ টাকার।