নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৬ দশমিক ৯৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬২১ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১৬১ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭৯ দশমিক ৯৭ পয়েন্টে।
গতকাল ডিএসইতে ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৮টি বা ৬৯ দশমিক ৫১ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। আর ৮৯টি বা ২৭ দশমিক ১৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে এবং ১১টি বা তিন দশমিক ৩৫ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এক হাজার ৫২৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ১৩ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৮৮ কোটি ৫১ লাখ টাকার বা ২৪ দশমিক ২৬ শতাংশ।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানির ৬৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের ৪২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
লেনদেনে এরপর রয়েছে বারাকা পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, সাইফ পাওয়ারটেক ও ইফাদ অটোস।
এদিন সিএসইতে ৮৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর লেনদেন হওয়া ২৭৪টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির।
গতকাল ডিএসইর টপ টেন গেইনারে আধিপত্য ছিল বীমাখাতের কোম্পানীর। এদিন টপ টেন গেইনারে ছিল আটটি ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিগুলো হলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।
এদিন ৭ দশমিক ১৩ শতাংশ দর বেড়ে টপ টেন গেইনারের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আর ছয় দশমিক ৭৬ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে ফেডারেল ইন্স্যুরেন্স, ছয় দশমিক ৬৭ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ষষ্ঠ স্থানে জনতা ইন্স্যুরেন্স, ৫ দশমিক ২৮ শতাংশ বেড়ে সপ্তম স্থানে ইস্টার্ন ইন্স্যুরেন্স, পাঁচ দশমিক ১৭ শতাংশ বেড়ে অষ্টম স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পাঁচ দশমিক ৯ শতাংশ বেড়ে নবম স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স ও চার দশমিক ৬৯ শতাংশ বেড়ে দশম স্থানে উঠে এসেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।