নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল বুধবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। আর টাকার অঙ্কেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ১৯ লাখ টাকা বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক বাড়ার সঙ্গে বেড়েছে লেনদেনও।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩৮৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে এক হাজার ২৫০ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে এক হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৮৩ হাজার ১০২ কোটি ৮২ লাখ ৭৩ হাজার টাকা। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৩৫ কোটি ৭৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ১৯ লাখ টাকা। এদিন ১৩ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৪৬৪টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৪০৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ওইদিন ৩০ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকায় কোম্পানিটির ২৭ লাখ ৬৪ হাজার ১৭৪টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর বেড়েছে আট টাকা ৯০ পয়সা। এর পরের অবস্থানগুলোতে ছিল খুলনা পাওয়ার কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাভানা সিএনজি লিমিটেড, ইউনাইটে পাওয়ার, ফার্মা এইডস লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, মুন্নু সিরামিক, বেক্সিমকো ও উসমানিয়া গ্লাস শিট লিমিটেড। ডিএসইতে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে এক টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৭১ বারে ৩০ লাখ ৮০ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য পাঁচ কোটি ২৮ লাখ ৯৭ হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৬৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ৯৭৬ বারে সাত লাখ ৮০ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশ লিমিটেডের দর ৯ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑমধ্যে জাহিন টেক্সটাইলের ৯ দশমিক ৬৮ শতাংশ, এপেক্স স্পিনিং মিলসের দর ৯ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গতকাল মঙ্গলবার দরপতনের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ওইদিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে আট দশমিক ৪১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৯৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৫৫৭ বারে কোম্পানির এক লাখ ৪৮ হাজার ২৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের দর পাঁচ দশমিক ১০ শতাংশ দর কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪৪ বারে সাত হাজার ৫৩৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য তিন লাখ ৬৮ হাজার টাকা। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, শ্যামপুর সুগার মিলস, কেডিএস অ্যাকসেসরিসেস, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেব্লস, সমতা লেদার, বেক্সিমকো সিনথেটিকস, এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির। কমেছে ৫৮টির। অপরিবর্তিত ছিল ১৭টির দর।
সিএসইতে এদিন ১৯ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৪২৭ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। যা আগের দিন ১৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৩৬৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। সবচেয়ে বেশি লেনদেন হয় বিবিএস কেব্লস। কোম্পানিটির এক কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া বেক্সিমকো লিমিটেডের ৯৬ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৭৯ লাখ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
