উভয় বাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ওই দিন সূচক কমার সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গতকাল প্রধান সূচকসহ বাকি দুটির সূচকও কমেছে। টাকার অঙ্কে লেনদেনও আগের দিনের তুলনায় কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হয় ৫১৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি দুই লাখ টাকা কম। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচক ছিল নিম্নমুখী। তবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে পাঁচ হাজার ২৩৯ দশমিক শূন্য ছয় পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৯৩ পয়েন্ট বা এক দশমিক শূন্য ছয় শতাংশ কমে এক হাজার ২০২ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১২ দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ কমে এক হাজার ৮৫৫ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে তিন লাখ ৭৯ হাজার ৯৭৩ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৫১৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৯ কোটি দুই লাখ টাকা। এদিন ১৩ কোটি ২০ লাখ ৯ হাজার ৫১৩টি শেয়ার এক লাখ ৪০ হাজার ১১৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দর।
গতকাল ১০ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এমএল ডায়িং লিমিটেড। এরপরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর আট দশমিক ৭৩ শতাংশ, স্টাইল ক্রাফট লিমিটেডর দর সাত দশমিক ৫০ শতাংশ, লিবরা ইনফিউশনস লিমিটেডের ছয় দশমিক ২৪ শতাংশ এবং দি প্যানিনসুলা চিটাগং লিমিটেডের দর পাঁচ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ৭০ শতাংশ বা ৬৯ দশমিক ১৭ পয়েন্ট কমে ৯ হাজার ৭৩৪ দশমিক ৯৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৬৯ শতাংশ বা ১১১ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৭৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর।
সিএসইতে এদিন ২৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৯১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়, যা আগের দিন ছিল ১৯ কোটি ৮৫ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে কাট্টলি টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটির ছয় কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এরপরে সায়হাম কটন মিলস লিমিটেডের দুই কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকার ও দি প্যানিনসুলা চিটাগং লিমিটেডের ৭৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।