Print Date & Time : 13 September 2025 Saturday 10:02 pm

নজরদারিতে আরিয়ানের মামলার তদন্তকারী!

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতারের বিষয়টি ক্রমশ জটিল মোড় নিচ্ছে। নজরবন্দি রাখা হচ্ছে আরিয়ান খানের বিরুদ্ধে করা মামলার তদন্তকারী  এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং আরও এক সিনিয়র তদন্ত কর্মকর্তা মুথা জৈনকে। এ বিষয়ে তাঁরা নালিশও জানিয়েছেন মহারাষ্ট্রের পুলিশ কর্তার কাছে। এমন খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

জানা গেছে, প্রতিদিন নিয়ম করে মুম্বইয়ের একটি কবরস্থানে যান সমীর ওয়াংখেড়ে। সেখানে তাঁর মায়ের দেহ শায়িত রয়েছে। দুই ব্যক্তি পুলিশ অফিসার সেজে তার উপর নজরদারি করেছেন। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনও মন্তব্য করতে চাননি সমীর ওয়াংখেড়ে। শুধু জানিয়েছেন বিষয়টি খুবই সিরিয়াস।

মুথা জৈনকে প্রশ্ন করা হলে তিনিও বলেন, ‘আমরা এ বিষয়ে মহারাষ্ট্রের পুলিশের সঙ্গে কথা বলেছি। তবে আর কোনও মন্তব্য করতে চাই না।’

অন্যদিকে সোমবার জামিনের আবেদন খারিজ হওয়া শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মামলার শুনানি দেয়া হয়েছে আগামীকাল বুধবার। জানিয়েছেন তার আইনজীবী অমিত দেশাই।