Print Date & Time : 1 September 2025 Monday 10:17 pm

উল্টো ফেঁসে যাচ্ছেন আরিয়ানের মামলার তদন্তকারী সমীর

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, শাহরুখ-পুত্র আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে তিনি ২৫ কোটি টাকা দাবি করেন। খবর আনন্দবাজার।

এনসিবির ডেপুটি জেনারেল ডিরেক্টর জ্ঞানেশ্বর সিংহ জানান, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে নজরদারির দায়িত্বে তিনিই।

সমীরকে কি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে? জ্ঞানেশ্বর বলেন, “এখনই এ নিয়ে কিছু বলা যাবে না। আমরা সবে তদন্ত শুরু করেছি।”

সমীর এবং তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে জ্ঞানেশ্বরের কাছে সবিস্তার রিপোর্ট দিয়েছে এনসিবি। এ বিষয়ে একটি বৈঠকের জন্য দিল্লি যাবেন সমীর। তাঁকে গ্রেফতার করা হতে পারে, এমনই আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখ-পুত্রের গ্রেফতারের নেপথ্যে থাকা অন্যতম এই কর্তা।

অন্য দিকে, আরিয়ান-মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল সোমবার পুলিশ কমিশনারের দফতরে পৌঁছেছেন। সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রভাকরের দাবি, এনসিবি কর্মকর্তা সমীরই আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য ২৫ কোটি টাকা চেয়েছিলেন।