Print Date & Time : 12 September 2025 Friday 8:57 pm

উল্লাপাড়ায় ন্যাশনাল ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা সহজলভ্য করতে গতকাল ন্যাশনাল ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় উপশাখার কার্যক্রম শুরু করে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উল্লাপাড়া পৌরসভার মেয়র এসএম নজরুল ইসলাম এবং উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা। আরও উপস্থিত ছিলেন উপশাখার কর্মকর্তা ও কর্মচারীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিজ্ঞপ্তি