Print Date & Time : 28 August 2025 Thursday 12:39 am

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত

প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১১ অক্টোবর) সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মূধা এতথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, সোমবার রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল পথের উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

ওসি হুমায়ুন কবির মূধা বলেন, রাতে বনলতা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি উপজেলার মোহনপুর এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে ।