উৎপাদনক্ষতা বাড়ছে কনফিডেন্স সিমেন্টের

শেয়ার বিজ : কারখানা সম্প্রসারণ করছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির তৃতীয় ইউনিটের নির্মাণকাজ চলতি মাসে শেষ হচ্ছে। এতে কোম্পানিটির উৎপাদনক্ষমতা দ্বিগুণ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়।

ডিএসই সূত্রে জানা যায়, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের তৃতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। নতুন ওই ইউনিটের উৎপাদন শুরু হলে কোম্পানির উৎপাদনক্ষমতা দৈনিক ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টনে উন্নীত হবে। এতে কোম্পানিটির আয় ও মুনাফা উল্লেখ্যযোগ্য হারে বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।

উল্লেখ্য, সিমেন্ট খাতের খাতের কনফিডেন্স সিমেন্ট ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর আগে ২০১৫-২০১৬ আর্থিক বছরে প্রায় ৬৬ কোটি ৫৯ লাখ টাকা কর-পরবর্তী মুনাফা করেছে কোম্পানিটি। ওই আর্থিক বছরে বিনিয়োগকারীদের ৩৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।