নিজস্ব প্রতিবেদক: উৎসে কর আয়করের প্রধান হাতিয়ার। আইন মেনে সঠিকভাবে এই কর কর্তন করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। তবে অনেক সময় অংশীজনরা আইনগত অস্পষ্টতার জন্য সঠিকভাবে এই কর কর্তন করেন না। অংশীজনদের এই কর সংক্রান্ত আইনগত বিধান সঠিকভাবে পরিপালন ও অস্পষ্টতার উপর ধারণা দিতে সেমিনারের আয়োজন করেছে। কর অঞ্চল সিলেটের আওতাধীন সার্কেল-১৩ (মৌলভীবাজার) এর উদ্যোগে বুধবার (১৫ মার্চ) মৌলভীবাজার জেলার দুসাই রিসোর্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেট এর কমিশনার সৈয়দ জাকির হোসেন। সেমিনারে মৌলভীবাজার জেলার উৎসে কর কর্তনকারী সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ জন দপ্তর প্রধান ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেমিনারে উৎসে করের আইনগত বিধান সঠিকভাবে পরিপালন করে উৎসে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দেয়ার আহ্বান জানানো হয়।

সেমিনারে আয়করের উৎসে কর সংক্রান্ত আইনগত বিধানসমূহ সঠিক পরিপালন ও ধারণাগত অস্পষ্টতার উপর পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। এর মধ্যে অন্যতম হল-উৎসে কর কর্তনের খাতসমূহ, কর কর্তনের প্রযোজ্য হার, কর্তিত কর সরকারের কোষাগারে জমার সময়সীমা, উৎসে কর কর্তনের বিবরণী প্রেরণ, এ-চালানের মাধ্যমে রাজস্ব জমাকরণ ইত্যাদি। অংশগ্রহণকারী সকল অংশীজন নিজ নিজ দপ্তরের উৎসে কর সংক্রান্ত কার্যক্রম বর্ণনা করেন। এছাড়া তারা এই কর কর্তন বিষয়ক প্রশ্ন করেন।

সেমিনারে কর্মকর্তারা অংশীজনদের প্রশ্নের জবাব বিদ্যমান আইনের ব্যাখ্যা সমূহ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। সেমিনারে অর্জিত ফলাফল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে কর কমিশনার সৈয়দ জাকির হোসেন আশা প্রকাশ করেন। সেমিনারে কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীণ সুস্মিতা ও মৌলভীবাজার জেলার উপকর কমিশনার এনামুল হাছান-আল-নোমান উপস্থিত ছিলেন।